A genuine instruction regarding WB Primary TET 2017 Interview Date, Vacancy Tips & Tricks, Question Answer preparation, full guide for getting success in interview has been provided in this article. West Bengal Board of Primary Education [WBBPE] had taken their third Tet examination i.e WB Primary TET 2017′ The board has also published WB Primary 2017 TET result on 10/01/2022. Total number of candidates of WBBPE Primary 2017 TET was 2,45,344. Now 9,896 candidates have been qualified in WB primary TET 2017 result. Now the time is of the second part of WB Pry TET 2017 recruitment process i.e wbbpe primary tet interview during 2022.
Everyone who passed the wb primary tet 2017 has now tensed about wb primary tet interview preparation 2022 which may be held at 2022. Even most most of them is going to be faced first time at wb primary tet 2017 interview hall. Generally, they are worried. We have published WB Primary TET 2017 Interview Question Answer preparation, Probable Date, Probable Vacancy and full instruction and guide. Then our article presents How to appear in interview hall, How to prepare for interview. How to dressed, What troubles must have to be faced. What questions may come in interview board – all of these in one article.
Summary of WB Primary TET 2017 Interview during 2022:
Regarding WB Primary TET 2017 Interview Date & Vacancy :
Recruitment | Assistant Teacher [ I – V ] |
Exam Name | WB Primary TET 2017 |
Authorised Board | WBBPE |
TET Exam | 31st January, 2021 |
TET Result | 10th January, 2022 |
No of Qualified Candidates | 9,896 |
WB Primary TET 2017 Interview & Aptitude Test Date | The eligible candidates will be intimated of their respective venues, date and time of their scrutiny / Verification of testimonials, Viva / Interview and Aptitude Test in due course. |
WB Primary TET 2017 Recruitment Vacancy | Vacancy to be declared later on |
Joining | Unknown to us |
Scale of Pay | Basic 28,900/- + DA + HRA12% + MA500 |
Date of Application for Interview and Aptitude Test |
The Recruitment Notification and the Application form will be available in the official websites on or after 21.10.2022 |
Official Websites |
or |
How to appear in Interview Board?
Strategy of WB Primary TET 2017 Interview Date & Question Answer :
ইন্টারভিউ হলে প্রথমেয় আপনার পরিচয়, পেশা এবং কেন এই চাকরি করতে চান এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, কাজেই নিজেকে তৈরী রাখবেন। ইন্টারভিউ বোর্ড হলো এমন একটি জায়গা যেখানে আপনার দক্ষতার সাথে আপনার ব্যক্তিত্ব যাচাই করা হয়। সততা, নির্ভিক, দৃঢ়তা, আত্মপ্রচেষ্টা, ও আত্মবিশ্বাস যাচাই করার একটি স্থান হলো ইন্টারভিউ বোর্ড। কাজেই আপনাকে যতটা সম্ভব দৃঢ় মানসিকতার মানুষ হয়ে উঠতে হবে। আপনাকে এমন ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যা ইন্টারভিউ বোর্ডে থাকা ব্যক্তিদের নজর কারে। এটা মনে রাখবেন যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ, কাজেই তাদের কাছে কোনো মিথ্যা বা চালাকির চেষ্টা করবেন না। ইন্টারভিউ বোর্ডে থাকা ব্যাক্তিরা প্রথমেই আপনার সাথে সাক্ষাৎ বা আলাপ-পরিচয় করবে। আপনি যতটা সম্ভব সাধারণ সাবলীল ভঙ্গীমায় তাদের সাথে বাক্য বিনিময় সেরে নেবেন এবং যা জিজ্ঞাস করবেন তার সত্য ও সঠিক উত্তর দেবার চেষ্টা করবেন।
What to wear to get a positive impression?
West Bengal Primary School Teacher Interview Preparation :
আপনি একজন শিক্ষক হতে চলেছেন সেটা মাথায় রেখে বস্ত্র পরিধান করা উচিত। অর্থাৎ শিক্ষক সুলভ পোশাক যা আপনার পেশার সাথে খাপ খায় সেইরকম পোশাক পরা উচিত। সম্ভব হলে সাদা ফুল হাতা শার্ট এবং কালো ফরমাল প্যান্ট। নিজেকে স্টাইলিশ দেখানো যাবে না। সাধারন বাড়ির ছেলে বোঝাতে পারলে বেশি লাভবান হবেন। এমন কিছু পরবেন না যেটাতে আপনার অস্বস্তি হয়।
How to present in Interview Board?
WB Primary TET 2017 Interview Question Answer Appearance in Proper Date :
- ইন্টারভিউ বোর্ডে ঢোকবার সময় অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবেন।
- সামান্য ঝুঁকে নমস্কার করবেন।
- হাতে শধু ফাইল ছাড়া অন্য কিছু রাখবেন না।
- চেয়ারে বসার আগে অনুমতি নেবেন।
- কখনই চেয়ারকে হাতে করে টেনে নিয়ে বসবেন না। এতে বিকট শব্দের সৃষ্টি হয় যা ইন্টারভিউ বোর্ডে থাকা ব্যক্তিদের কাছে বিরক্তিকর হয়। যদি চেয়ার টেনে নিয়ে বসার প্রয়োজন হয় তাহলে তা নিঃশব্দে টেনে নিয়ে বসবেন।
- চেয়ারে বসে ফাইল টেবিলে রাখবেন।
- হাত কখনই টেবিল স্পর্শ করবে না।
- চেয়ারের হাতলেউ হাত রাখবেন না, যথা সম্ভব স্বাভাবিক ভাবেয় কোলের কাছে হাত রাখবেন।
- চেয়ারে ঠেস দেবেন না, যতটা সম্ভব শিরদাঁড়া সোজা রেখে স্বাভাবিক ভাবে বসবেন।
- বেরিয়ে আসার সময় সামান্য ঝুঁকে নমস্কার করে এক পা পিছিয়ে তারপর পিছনে ঘুরে বেরিয়ে আসবেন।
***টেটে উর্ত্তীর্ণ হবার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে তা জানতে এখানে ক্লিক করুন
How to get preparation for WB Primary TET 2017 Interview?
WB Primary TET 2017 Interview Guide with Date :
WB Primary TET 2017 Interview Question Answer এর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন? প্রথমেই বলি, ইন্টারভিঊ কখনই নির্দিষ্ট পাঠক্রমের ভিত্তিতে হয় না। কাজেই কোনো একটি নির্দিষ্ট পাঠক্রম পড়ে গেলেই যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারব এই ধারনা ভুল। আসল কথা হলো ইন্টারভিউ বোর্ড হলো এমন একটি জায়গা যেখানে আপনার জ্ঞানের গভীরতা যাচাই করা হয়। তাই আপনার উচিত আপনার প্রাথমিক বিষয় সঙ্ক্রান্ত জ্ঞানের গভীরতা বাড়িয়ে নেয়া। প্রাথমিকের [PP-V] সমস্ত বিষয়ের বই সম্পর্কে সম্যক জ্ঞান থাকা উচিত।
দ্বিতীয়ত, উপস্থিত বুদ্ধিও সেখানে যাচাই করা হবে। অর্থাৎ বিদ্যালয়ের নির্দিষ্ট কোনো পরিস্থিতি উলেখ করে আপনি কীভাবে তার সমাধান করবেন তা জানতে চাওয়া হয়। কাজেই, কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান মাথায় ভেবে নিয়ে যাবেন।
WB Primary TET 2017 Interview Question Answer
WB Primary TET 2017 Interview Question Answer in a Particular Date [Part-1] :
- যদি আপনি উচ্চশিক্ষিত হন তাহলে প্রাথমিকে চাকরি করবেন কেন, তা প্রথমেয় জিজ্ঞাসা করা হবে।
উঃ শিক্ষক হওয়াই আমার মূল লক্ষ তা ছোটো বা বড়ো যাই হোক না কেন। - ভবিষ্যতে হাইস্কুলের পেলে আপনি তো এটা ছেড়ে দেবেন?
উঃ নিজের নিজের দক্ষতা-যোগ্যতায় যদি অর্জন করতে পারি তাহলে নিশ্চয় যাবো কেননা মানুষের লক্ষ্য সর্বদা উঁচুতেই থাকে। - (I) মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকে কত % পেয়েছেন?
উঃ যেটা পেয়েছেন বলবেন।
(II) লেটার মার্কস আছে কি না?
উঃ হ্যাঁ, আছে।
(III) কত % কে লেটার বলা হয়?
উঃ ৮০%
(IV) কেন বলা হয়?
উঃ LETTER স্পেলিং এর প্লেস ভ্যালু যোগ করলে ৮০ হয়।
LETTER; L= 12; E= 5; T= 20; T= 20; E= 5; R= 18
12+5+20+20+5+18 = 80
WB Primary TET Interview 2017 Preparation in 2022
WB Primary TET 2017 Interview Question Answer for a Particular Date [Part-2] :
- (I) স্কুলের একটি অনুষ্ঠানের নাম বলো।
উঃ শিক্ষক দিবস
(II) শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়?
উঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
(III) কেন করা হয়?
উঃ দার্শনিক ও অধ্যাপক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান এর ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালনে উদ্যোগী হলে তিনি সেই দিনটিকে সমস্ত শিক্ষকদের সম্নান জানানোর কথা বলেন, সেই কারনেই সে দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।
(IV) কত তারিখে?
উঃ ৫ই সেপ্টেম্বর
(V) ওনার জন্ম কোথায়?
উঃ আজকের দিনে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
(VI) ওনার লেখা প্রথম গ্রন্থের নাম?
উঃ ‘The Philosophy of Rabindranath Tagore’
(VII) ওনার সর্বশ্রেষ্ঠ সাফল্য কী?
উঃ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। - (I) স্কুলের পার্থনা সভা কীভাবে আয়োজন করবেন?
উঃ নিজের মাতো করে গুছিয়ে বলবেন।
(II) জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয়?
উঃ ৫২ সেকেন্ডে
(III) জাতীয় সঙ্গীতের রচয়িতা কী?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
(IV) উনি আর কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন?
উঃ বাংলাদেশের
(V) সেটি কী?
উঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”
আপনারা দেখতে পেলেন কোনো একটি প্রসঙ্গ তুলে ধরে আপনার সে বিষয়ে কতটা জ্ঞান আছে তা যাচাই করাই হলো মূল লক্ষ্য। এছাড়াও শিশু মনস্তত্ব বিষয়ক প্রশ্নও করা হতে পারে। আবার আপনি নির্দিষ্ট কোনো বিষয়ে স্নাতক হয়ে থাকলে, সেই বিষয়েও প্রশ্ন করা হতে পারে। কিছু ব্যাতিক্রম ধর্মী বানান, যেমন – TUITION, EVALUATION ইত্যাদী বানান জিজ্ঞাসা করা হতে পারে।
সরকারি চাকরীর পরীক্ষার প্রস্তুতি
Competitive Exam English Preparation
Competitive Exam General Knowledge Preparation
Competitive Exam General Intelligence Preparation
আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সহয়তা করার চেষ্টা করলাম, আরো কিছু জানার থাকলে তা comment করে জানাতে পারেন বা নীচে Contact us পেজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
WB primary tet 2017 interview question answer, wb primary tet interview preparation 2022, wb primary tet interview guide, wb primary tet 2017 interview guide, wbbpe primary tet interview, wb primary tet 2017 interview date, west bengal primary tet interview question answer, West Bengal Primary School Teacher Interview Preparation, wb primary tet news today.
Lots of thanks
Thank You. Visit again. We are always with you.
Pingback: WB Primary TET 2017 Result Date; অপেক্ষার অবসান। প্রাথমিক টেট ২০১৭ এর ফলাফল বের হতে চলেছে - Edueffort.in