Board Provided WB Primary TET Syllabus Subject Wise & Question Pattern

In West Bengal the Government has started Teacher Eligibility Test from 2012. By this TET exam and further procedure the board i.e WBBPE recruit the assistant teacher of primary school ( I – V ). The board has provided a particular syllabus for the candidates. Here we have tried to show the details of WB Primary TET Syllabus even subject wise. We also includes the question pattern of this syllabus. This syllabus helps you to take best preparation for West Bengal Primary Tet. The syllabus has divided into 5 subjects i.e Bengali, English, Maths, EVS & Child Studies. Each subjects has carried 30 marks. In this article we also provides the pedagogy syllabus for each subjects.

wb primary tet syllabus

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেটের প্রশ্ন হয় ৫ টি বিষয়ের উপর ভিত্তি করে, যথা প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, পরিবেশ বিজ্ঞান ও শিশু মনস্তত্ব। দ্বিতীয় ভাষা সকলের ইংরাজি কিন্তু প্রথম ভাষা বিভিন্ন হতে পারে যেমন – বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ইত্যাদী। আমরা মূলত বাংলা ভাষাকে প্রথম ভাষা হিসাবে নির্বাচন করে WB Primary TET Syllabus & Question Pattern তৈরী করছি। প্রত্যেক বিষয়ের উপর থাকে ৩০ নম্বর করে (প্রত্যেক প্রশ্ন ১ নম্বর) মোট ১৫০ নম্বর এবং সময় ১৫০ মিনিট (২ ঘন্টা ৩০ মিনিট)

WB Primary TET Question Pattern regarding Syllabus

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
প্রথম ভাষা (বাংলা) ৩০ ৩০
দ্বিতীয় ভাষা ৩০ ৩০
গণিত ৩০ ৩০
পরিবেশ বিজ্ঞান ৩০ ৩০
শিশু মনস্তত্ব ৩০ ৩০
মোট – ১৫০ ১৫০

পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমরা বিষয় ভিত্তিক সিলেবাস (WB primary tet syllabus chapter wise) তৈরী করেছি। প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা করে সিলেবাস নীচে দেওয়া হলো –

WB Primary TET Bengali Syllabus

প্রথমেয় বলি, দুই ধরনের প্রশ্ন থাকে পরীক্ষায়। ১। পেডাগগি ( Bengali Pedagogy ) ২। সাধারণ MCQ প্রশ্ন। আমরা নীচে দুই ধরনের প্রশ্নের Bengali Syllabus তুলে ধরলাম।

বাংলা ভাষার পেডাগগি ( Pedagogy on Primary TET Bengali )

১। ভাষার বিকাশ
২। ভাষার বিকাশ ও শিক্ষণ প্রণালী
৩। ভাষা শিক্ষার মূল নীতি
৪। শিশুর ভাষাগত বিকাশ
৫। শিখন ও অভিযোজন

৬। শিক্ষা দানের পদ্ধতি নির্বাচন
৭। শিখন এবং অর্জন
৮। শোনা ও বলার ভূমিকা
৯। ভাষা শিখন এবং লেখার ভূমিকা
১০। বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি

১১। ভাষার দক্ষতা
১২। শিক্ষা-সহায়ক উপকরণ
১৩। সংশোধনী শিখন

***প্রাথমিক টেটের সেরা বইগুলির নাম জানতে এখানে ক্লিক করুন

সাধারণ MCQ প্রশ্ন

১। কিছুটা টেক্সট তুলে দিয়ে তা থেকে কিছু প্রশ্ন
২। ধ্বনি ও বর্ণমালা
৩। ধ্বনি পরিবর্তন ( বিস্তারিত পেতে ক্লিক করুন )
৪। শব্দের উৎসগত শ্রেণীবিভাগ
৫। বাক্যের রূপান্তর

৬। বাগধারা
৭। অশুদ্ধি সংশোধন
৮। বিরাম চিহ্ণ
৯। সঠিক বানান নির্বাচন
১০। সন্ধি

১১। সমাস
১২। কারক ও বিভক্তি
১৩। অনুসর্গ ও উপসর্গ
১৪। পদ
১৫। ভাষা ও উপভাষা

১৬। বাংলা ভাষার ইতিহাস
১৭। বাচ্য
১৮। বিপরীত শব্দ
১৯। সমার্থক শব্দ
২০। এককথায় প্রকাশ

*** প্রাথমিক টেটের Interview এবং Aptitude Test এর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন জানতে এখানে ক্লিক করুন 

WB Primary TET English Syllabus

West Bengal primary TET English Syllabus has been divided into 2 groups. You have to learn English pedagogy and comprehension.

Pedagogy on Primary TET English

1. Learning and acquisition
2. Role of listening and speaking; function of language and how children use it as a tool
3. Challenges of teaching language in a diverse classroom; language difficulties, errors and disorders
4. Language skills

5. Evaluating language comprehension and proficiency : speaking, listening, reading and writing
6. Teaching-learning materials: Textbook, multi-media materials, multilingual resource of the classroom
7. Remedial Teaching

Comprehensive

1. Synonyms & Antonym
2. Article Preposition
3. Unseen Passage
4. Appropriate Preposition
5. Parts of Speech Transformation

6. Spelling Correction
7. Phrasal Verbs
8. Singular Plural Transformation
9. Voice Change
10. Narration Change

11. Degree Change
12. Clause
13. Transformation of Sentence
14. Correct the Errors
15. Gender Change
16. Vocabulary

WB Primary TET Maths Syllabus

গণিতের জন্যও আপনাকে গণিতের পেডাগগি এবং সমাধান এই দুই ধরণের অভ্যাস করতে হবে। আমরা Mathematics এর একটি স্বচ্ছ syllabus তৈরী করলাম।

গণিতের পেডাগগি (Pedagogy on Primary TET Mathematics)

১। গণিতের প্রকৃতি যুক্তিসঙ্গত চিন্তন শিশু চিন্তনের বোধগম্যতা কারণ নির্ণয় এবং শিখন ও অর্থবহ করনের দৃষ্টিভঙ্গি
২। পাঠক্রমে গণিতের স্থান
৩। গণিতের ভাষা
৪। গোষ্ঠীগণিত

৫। প্রথাগত এবং প্রথা বহির্ভূত মূল্যায়ন
৬। শিখনের সমস্যা সমূহ
৭। ভুল বিশ্লেষণ এবং শিখন সম্পর্কিত বিষয় সমূহ
৮। নির্ণয় মূলক এবং প্রতিবিধানমূলক শিক্ষণ

***টেটে উর্ত্তীর্ণ হবার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে তা জানতে এখানে ক্লিক করুন

সমাধান মূলক গণিত

১। জ্যামিতি বস্তুর আকৃতি এবং অবস্থানগত ধারণা
২। আমাদের চতুর্দিকের কঠিন বস্তু
৩। সংখ্যা
৪। যোগ ও বিয়োগ
৫। গুন

৬। ভাগ
৭। পরিমাপ
৮। ওজন
৯। সময় দূরত্ব
১০। আয়তন

১১। রাশিতথ্যের ব্যবহার
১২। গঠন
১৩। অর্থ
১৪। বীজগণিত
১৫। জ্যামিতি

১৬। ত্রিকোনামিতি
১৭। সময় ও কার্য
১৮। সরল সুদ
১৯। মিশ্রণ
২০। লাভ ও ক্ষতি

২১। অংশীদারী কারবার
২২। অনুপাত ও সমানুপাত
২৩। লসাগু এবং গসাগু
২৪। শতকরা
২৫। ভগ্নাংশ

২৬। সরলীকরণ
২৭। গড়
২৮। বর্গ ও বর্গমূল
২৯। ঘন ও ঘনমূল
৩০। সংখ্যা ও বিভাজ্যতা

West Bengal Primary TET EVS Syllabus

Environmental Science Syllabus for WB Primary TET has no border. It is boundless. But we have tried to build a boundary and set up a syllabus. Here also you have to face pedagogy question and others MCQ.

পরিবেশ বিজ্ঞানের পেডাগগিঃ শিক্ষণ সংক্রান্ত বিষয় (Pedagogy on Primary TET EVS)

1. পরিবেশ শিক্ষার ধারণা ও বিষয়বস্তু
2. পরিবেশ শিক্ষার গুরুত্ব এবং সংযুক্তি
3. পরিবেশ বিদ্যা ও পরিবেশ শিক্ষা
4. শিক্ষনের নীতি সমূহ
৫। বিষয়বস্তু এবং বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক

৬। ধারণা উপস্থাপনের দৃষ্টিভঙ্গি
৭। কাজকর্ম
৮। এক্সপেরিমেন্টেশন / প্র্যাকটিকাল ওয়ার্ক
৯। আলোচনা
১০। ক্রমাগত মূল্যায়নের ধারণা

১১। বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক
১২। শিক্কাসহায়ক ধারণা

পরিবেশের অন্যান্য সিলেবাস

১। পরিবার ও বন্ধুবান্ধব
২। সম্পর্ক
৩। কাজ ও খেলা
৪। প্রাণী
৫। উদ্ভিদ

৬। খাদ্য
৭। আশ্রয়স্থল
৮। জল
৯। ভ্রমণ
১০। আমরা যে জিনিস তৈরি করি এবং কাজ করি

১১। স্বাস্থ্য ও বিভিন্ন ব্যাধি
১২। শক্তি
১৩। পরিবেশ দূষণ
১৪। জীববৈচিত্র্য

West Bengal Primary TET Syllabus Child Development & Pedagogy ( শিশুর বিকাশ এবং শিক্ষন প্রণালী )

এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটির জন্য আপনাকে নির্দিষ্ট Syllabus অনুসরণ করতেই হবে। আমরা Child Studies এর ওপর WB Primary TET Syllabus টি আলোকপাত করলাম।

শিশুর বিকাশ

১। বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক
২। শিশুর বিকাশের মূলনীতি
৩। বংশগতি ও পরিবেশের প্রভাব
৪। সামাজিকীকরণ পদ্ধতি : সামাজিক জগত এবং শিশু (শিক্ষক, মাতা পিতা, সহপাঠী)
৫। পিঁয়াজে, কোহলবার্গ ও ভাইগৎস্কি : গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি

৬। শিশু কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা
৭। বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গের সমালোচনা
৮। বহুমাত্রিক বুদ্ধি
৯। ভাষা ও চিন্তা
১০। সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষাসংক্রান্ত পদ্ধতি

১১। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায় ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ
১২। শিখন এর জন্য মূল্যায়ন এবং শিখন এর মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন
১৩। শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য, শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি

ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ

১। বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা
২। প্রতিবন্ধকতা সহ শিশুদের শিখন পদ্ধতি পদ্ধতি
৩। প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিখন পদ্ধতি

শিখন এবং শিক্ষণ বিজ্ঞান

১। কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়
২। শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসাবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ / পটভূমি
৩। সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু

৪। শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ত্রুটিগুলিকে বোঝা
৫। অবধারন এবং আবেগ
৬। প্রেষণা এবং শিখন
৭। শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত এবং পরিবেশগত দিক।

In West Bengal WB Primary TET will be organized in 11 December 2022 regarding this syllabus. If you want to know exam pattern you must follow our site. Hope our information helps to achieve success. Best of luck for our exam. Thank you. Visit again.

1 thought on “Board Provided WB Primary TET Syllabus Subject Wise & Question Pattern”

  1. Pingback: Best Book for Primary TET West Bengal and How to Read & Prepare Yourself - Edueffort.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *